বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সিন্ডিকেটের কারণে মিরপুরে পেঁয়াজ চাষিদের মাথায় হাত 

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সিন্ডিকেটের কারণে মিরপুরে পেঁয়াজ চাষিদের মাথায় হাত 

শুরু হয়েছে নতুন পেঁয়াজ ওঠার মৌসুম। মাঠে মাঠে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে এ মৌসুমে মুখে হাসি নেই কৃষকদের। পেঁয়াজ গত কয়েকদিন আগেও ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখন সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। 

যার ফলে কৃষকদের বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। পেঁয়াজ চাষিরা বলেন বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাড়তি খরচের কারণে এমন বিপাকে পড়েছে তারা। চাষিদের দাবি এমন সিন্ডিকেট আর অপরাধীদের শাস্তির আওতায় আনলে প্রকৃত দাম পাবে এবং পেঁয়াজ চাষে আগ্রহী হবেন চাষিরা। 

তারা আরও বলেন, পেঁয়াজের মৌসুমে সরকার যে পেঁয়াজ আমদানি করে এই আমদানি পেঁয়াজ ওঠার সময় বন্ধ রাখলে প্রকৃত দাম পাবেন কৃষকরা। এদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা আর আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে তারপরও পাইকাররা বলেন বাইরে থেকে আমদানির কারণেই দাম কমেছে দেশি পেঁয়াজের। 

আড়ৎদাররা বলেন সরকার যদি চার মাস পেঁয়াজ আমদানি বন্ধ রাখে তাহলে কৃষকদের লোকসান কিছুটা পোষাবে। তবে এ ব্যাপারে কৃষকদের ধীরে ধীরে পেঁয়াজ উত্তোলনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। 

কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন কৃষকরা যদি ধীরে ধীরে পেঁয়াজ উত্তোলন করে বাজারে পেঁয়াজের চাহিদা থাকবে তাতে করে কৃষকরা দাম পাবেন। যদি প্রকৃত দাম না পান চাষিরা তবে আগামী বছর মিরপুরে কমবে পেঁয়াজের চাষ।

টিএইচ